চুয়াডাঙ্গায় ভুট্টাক্ষেত থেকে দুই বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ। ঘটনাস্থল থেকে একটি বিষের বোতল ও একটি হাসুয়া জব্দ করা হয়।
সোমবার (২১ ফেব্রুয়ারি) বেলা ১২টার দিকে দর্শনা পৌর এলাকার পরানপুর ও রামনগর মাঠ থেকে দুই লাশ উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, পরানপুর গ্রামের বেতগাড়ি ও রামনগর ঘড়াভাঙ্গা মাঠ থেকে আলাদা দুটি লাশ উদ্ধার করা হয়। লাশ দুটি ভুট্টাক্ষেতে পড়ে ছিল।
নিহত একজন চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়নের সাড়াবাড়িয়া গ্রামের মৃত ইদ্রিস আলীর ছেলে শওকত আলী (৬২)। আরেকজন একই উপজেলার দর্শনা পৌর এলাকার পরানপুর গ্রামের মাঝেরপাড়ার মৃত গোলাম জোয়ার্দ্দারের ছেলে হাফিজুর রহমান হাফিজ (৬২)।
শওকত আলী প্রতিবন্ধী ছিলেন। শনিবার সকালে রাগ করে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন তিনি। এদিকে হাফিজুর রহমান রোববার দুপুরে ঘাস কাটার উদ্দেশে বাড়ি থেকে বের হন। বাড়ি না ফেরায় খোঁজাখুঁজি করা হয়। পরে তাকে পাওয়া যায়নি।
দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফুল কবীর ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “শওকত আলীর লাশের পাশে একটি বিষের বোতল পাওয়া গেছে। তার মুখে বিষের গন্ধও ছিল। বিষপানে আত্মহত্যা করতে পারে ধারনা করা হচ্ছে। আর হাফিজুর রহমান মাটিতে মুখ লাগিয়ে উপুড় হয়ে পড়ে ছিল। ধারনা করা হচ্ছে, তিনি স্ট্রোক করে মারা গেছেন। তারপরও দুজনের লাশ মর্গে চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষ হলে জানা যাবে কীভাবে তারা মারা গেছেন।”